Saturday, 9 October 2021

গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে'র নির্বাচন ৩১ অক্টোবর



যুক্তরাজ্যে গোলাপগঞ্জ প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বিবার্ষিকী নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে উপজেলার ইউকে প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করা প্রার্থীদের মাঝেও শুরু হয়েছে দৌড়ঝাঁপ।



এবারের নির্বাচনে 'বই' প্রতীক নিয়ে এনাম-গৌছ-বদরুল প্যানেল এবং 'দোয়াত-কলম' প্রতীক নিয়ে ইসবাহ-বাছির-জয়নাল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দুই প্যানেলের প্রার্থীগণও ইতোমধ্যে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। নিজ প্যানেলকে বিজয়ী করতে ট্রাস্টিগণের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন তারা।

বৃটেনের মাটিতে গোলাপগঞ্জের সবচেয়ে বড় নির্বাচনী অনুষ্ঠান হয়ে থাকে এডুকেশন ট্রাস্টের নির্বাচন। এ নির্বাচনে উৎসবের আমেজে মাতেন গোলাপগঞ্জের ইউকে প্রবাসীবৃন্দ।


উল্লেখ্য, ১৯৯৮ সালে বৃটেনের বুকে প্রতিষ্ঠিত হয় গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি উপজেলায় শিক্ষার প্রসারে ব্যাপক কাজ করে আসছে।

শেয়ার করুন