Sunday, 10 October 2021

গোলাপগঞ্জে নামাজরত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

গোলাপগঞ্জে মাগরিবের নামাজরত অবস্থায় ফাতির আলী (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (০৯ অক্টোবর) গোলাপগঞ্জ বাজার মসজিদে তার মৃত্যু হয়। 

গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সদস্য আফতাব আলী বিষয়টি নিশ্চিত করেন। 

আজ রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা লামাপাড়া জামে মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তার বাড়ি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা গ্রামে।

জানা যায়, ফাতির আলী গোলাপগঞ্জ বাজারে দীর্ঘদিন থেকে কাঁচামালের ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মত শনিবারও আজান হওয়ার সাথে সাথে তিনি নামাজের জন্য মসজিদে প্রবেশ করেন। পরে নামাজরত অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

শেয়ার করুন