Saturday, 2 October 2021

লাল তালিকা থেকে বাংলাদেশ বাদ পড়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন



ব্রিটেনের  লাল তালিকা থেকে অ্যাম্বার তালিকায়  বাংলাদেশ স্হান পাওয়ায় সেদেশের প্রধানমন্ত্রী ও  পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইয়ুথ ফ্রন্ট এর নেতৃবৃন্দ। 

২৯ সেপ্টেম্বর সিলেট নগরীর তালতলাস্হ বাংলাদেশ ইয়ুথ ফ্রন্ট এর  অস্হায়ী কার্য্যালয়ে আয়োজিত জরুরী সভায় নেতৃবৃন্দ এ অভিনন্দন জানান। 

নেতৃবৃন্দ বলেন, ব্রিটেনের সাথে বাংলাদেশ দীর্ঘদিনের গভীর  সম্পর্ক। এ সম্পর্কের সূত্র ধরেই ব্যবসা বানিজ্য ও কর্মসংস্থান এর দিক বিবেচনা করে ব্রিটেন বাংলাদেশকে অন্যান্য দেশের তুলনায় বেশি প্রাধান্য দিয়েছে। যাদের চেষ্টা ও সাধনায় বাংলাদেশের এ তালিকা লাভ করেছে তাদের সকলের প্রতি নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানান। 

বাংলাদেশ ইয়ুথ ফ্রন্ট এর চেয়ারপারসন মোঃ রফিকুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি আনিসুর রহমান আবুর পরিচালনায় জরুরি সভায় বক্তব্য রাখেন সংগঠনের ট্রাষ্টি বিশিষ্ট রাজনীতিবিদ সায়েদুর রহমান চৌধুরী রুপা, ডাঃ নজরুল ইসলাম ফারুকী, সহ সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তুতি,সিনিয়র মেম্বার ডাঃমোঃ বাহার উদ্দিন, সমাজসেবী এইচ এম আলমগীর, ইসহাক আহমদ,সুহেল আহমদ,মজনু মিয়া, ধন মিয়া লস্কর, মাওলানা আব্দুল মালিক ও মনসুর আহমদ।

শেয়ার করুন