Monday, 13 September 2021

বিশাল শোডাউনে মান্নান-মাহবুব পরিষদের মনোনয়ন পত্র জমা


যুক্তরাষ্ট্রস্হ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র জমা দিয়েছে মান্নান-মাহবুব পরিষদ।

এ নির্বাচনে অংশ নিতে রোববার (১২ সেপ্টেম্বর) বিশাল শোডাউনের মাধ্যমে পরিষদের ১৯ জন প্রার্থী  বিভিন্ন পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 


মনোনয়ন পত্র জমাদানের আগে জ্যামাইকা, জ্যাকসন, হাইটস, এস্টোরিয়া ও ব্রস্কস থেকে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক মান্নান- মাহবুব পরিষদের প্রধান নির্বাচনী কার্যালয় ওজন পার্কে জমায়েত হন।


এরপর  মান্নান-মাহবুব পরিষদের ১৯ জন প্রার্থী  সর্মথকগণদের নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে Direct health home care service অবস্থিত নিবার্চন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।


উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রস্হ বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক - এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী প্যানেল হচ্ছে মান্নান-মাহবুব পরিষদ।

শেয়ার করুন