Friday, 3 September 2021

হাজী সোনাহর আলীর'র দাফন সম্পন্ন (ভিডিও)


গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, চন্দরপুর মাদ্রাসার উপদেষ্টা কমিটির সদস্য প্রবীণ মুরব্বী হাজী সোনাহর আলী'র দাফন সম্পন্ন হয়েছে। 

আজ বাদ জুম্মা (দুপুর ২টায়) চন্দরপুর শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় চন্দরপুর ও আশপাশ এলাকার বিশিষ্টজন-সহ সর্বস্তরের সহস্রাধিক মুসল্লিয়ান উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়েছে।


হাজী সোনাহর আলী গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর।

তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যা ও নাতিনাতনি-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চন্দরপুর-সহ আশপাশ এলাকার সালিশ ব্যক্তিবর্গগণ গভীর শোক প্রকাশ করেছেন।

নামাজে জানাজার ভিডিওঃ



শেয়ার করুন