গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য সেলিম উদ্দিনের নিমন্ত্রণে তার নিজ বাড়িতে জেলা, উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের লামা-চন্দরপুর গ্রামে অবস্থিত সেলিমের উদ্দিনের বাড়ি মুখরিত হয়ে উঠে নেতৃবৃন্দের পদচারণায়।
এসময় নেতাকর্মীরা একে অন্যের সাথে কুশল বিনিময় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা শেষে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও শরিফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিত হিরা, আল এমদাদ ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মঞ্জুর আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলীম উদ্দিন বাবলু, সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, সদস্য রুহেল আহমদ রিপন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য পাভেল মাহমুদ,বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক আফতার হোসেন ,সহ সভাপতি আমান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, কৃষি বিষয়ক সম্পাদক আলী হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাইফুর রহমান।
আরোও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি চুনু মিয়া মেম্বার, বুধবারীবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈবন আহমদ ,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, যুবলীগ নেতা জালাল উদ্দিন শাহিন, আব্দুর রাজ্জাক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল আহমদ জয়,সাধারন সম্পাদক জুনেদ আহমদ লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপু, সাধারণ সম্পাদক তুলন আহমদ,বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শুয়াইবুর রহমান স্বপন, বাদেপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল আরিয়ান, ছাত্রলীগ নেতা আলী হোসেন রাদিস, সালেহ আহমদ সুজন, সালমান কাদের দিপু-সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।