Wednesday, 1 September 2021

বনগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যকরী সভা অনুষ্ঠিত




গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বনগ্রাম যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন 'বনগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় ইস্টলন্ডনের কেননস্ট্রিটের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ কে এম আব্দুল্লাহর সভাপতিত্বে এবং গুলজার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০ তারিখ গ্রামের সকল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে একটি বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন এবং গ্রামে সোলার- সিস্টেমে স্ট্রিটলাইট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 


সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- আবু বাক্কর, এখলাসুর রহমান (কমর উদ্দীন), লুদু মিয়া, আব্দুল মালিক, জয়নুল ইসলাম, সাইদুল আলম, আকছার আহমদ, তরিক আহমদ, আহমাদ হুসাইন, সাদিক আহমদ, রাসেল আহমদ-সহ আরোও অনেকে।

শেয়ার করুন