গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বনগ্রাম যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন 'বনগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় ইস্টলন্ডনের কেননস্ট্রিটের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
এ কে এম আব্দুল্লাহর সভাপতিত্বে এবং গুলজার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০ তারিখ গ্রামের সকল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে একটি বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন এবং গ্রামে সোলার- সিস্টেমে স্ট্রিটলাইট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- আবু বাক্কর, এখলাসুর রহমান (কমর উদ্দীন), লুদু মিয়া, আব্দুল মালিক, জয়নুল ইসলাম, সাইদুল আলম, আকছার আহমদ, তরিক আহমদ, আহমাদ হুসাইন, সাদিক আহমদ, রাসেল আহমদ-সহ আরোও অনেকে।
খবর বিভাগঃ
প্রবাসের খবর