সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি একদিনের সফরে সিলেটে আসছেন।
আগামী ৮ই সেপ্টেম্বর বুধবার সকাল ৮.৪৫মিনিটের সময় ইউ.এস বাংলার ফ্লাইটে সিলেট পৌঁছবেন সাবেক শিক্ষামন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি।
ঐদিন সকাল ১১টায় তিনি হজরত মানিক (র:) টিলায় সদ্য প্রয়াত সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য এডভোকেট লুৎফুর রহমানের কবর জিয়ারত করবেন। পরে তিনি মরহুম এডভোকেট লুৎফুর রহমানের বাসায় যাবেন এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন।
বিকেল ৩টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমানের উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ মেনিফল্ড সিস্টেমে অক্সিজেন সরবহরাহের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
ঐদিন রাত ৮.২০ মিনিটে ইউ,এস বাংলার ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।