Saturday 18 September 2021

বিয়ানীবাজারে মাইকে ঘোষণা দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ


সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।


জানা যায়, আজ (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রামদা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক সংঘর্ষের কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ঘন্টাব্যাপী সময় ধরে দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষকারী উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের বেশ কয়েজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘন্টাব্যাপী সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটক পড়ায় তীব্র যানজট সৃষ্টি হয়ে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা ও চারখাই ফাড়ির পুলিশের দুটি দল ঘটনাস্থলে পৌছায়।


এদিকে, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব  ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর। স্থানীয়রা জানিয়েছেন  জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা সংঘর্ষ থামাতে দুই গ্রামবাসীকে শান্ত করার চেষ্টা চালিয়েছেন।

শেয়ার করুন