গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, প্রবীণ মুরব্বী হাজী সোনাহর আলী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর।
তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যা ও নাতিনাতনি-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চন্দরপুর-সহ আশপাশ এলাকার সালিশ ব্যক্তিবর্গগণ গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে হাজী সোনাহর আলীর নামাজে জানাযা আগামীকাল বাদ জুম্মা (দুপুর ২টা) চন্দরপুর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে মরহুমের মাগফেরাত কামনায় সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
খবর বিভাগঃ
শোক সংবাদ