Friday, 17 September 2021

বিয়ানীবাজারে ১০দিন ধরে যুবক নিখোঁজঃ সন্ধান কামনা

গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন বিয়ানীবাজারের রেজাউল ইসলাম (৩২) নামে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবক। তার বাড়ি উপজেলার তিলপাড়া ইউনিয়নের শানেশ্বর গ্রামে।

গত ৬ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে বের হয়ে অজ্ঞাত স্থানে চলে যায় রেজাউল ইসলাম। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর বিয়ানীবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তার ভাই রেজাউল ইসলাম।
 
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার উজ্জ্বল ‌শ্যামলা বর্ণের এই যুবক হারিয়ে যাওয়ার সময় পরনে প্যান্ট ও শার্ট পড়া ছিলো। তার সন্ধান পেলে পরিবারের সাথে যোগাযোগের ( ০১৭৩৮-২০৮৫২৭) অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

শেয়ার করুন