গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন বিয়ানীবাজারের রেজাউল ইসলাম (৩২) নামে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবক। তার বাড়ি উপজেলার তিলপাড়া ইউনিয়নের শানেশ্বর গ্রামে।
গত ৬ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে বের হয়ে অজ্ঞাত স্থানে চলে যায় রেজাউল ইসলাম। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর বিয়ানীবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেছেন তার ভাই রেজাউল ইসলাম।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার উজ্জ্বল শ্যামলা বর্ণের এই যুবক হারিয়ে যাওয়ার সময় পরনে প্যান্ট ও শার্ট পড়া ছিলো। তার সন্ধান পেলে পরিবারের সাথে যোগাযোগের ( ০১৭৩৮-২০৮৫২৭) অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
খবর বিভাগঃ
বিয়ানীবাজার
সিলেট