Sunday, 5 September 2021

দেশের সর্বোচ্চ পর্যায় বিপিএল ফুটবলে নাম লেখালেন গোলাপগঞ্জের ইকবাল



দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায় বিপিএলে নাম লেখালেন গোলাপগঞ্জের সন্তান ইকবাল হুসাইন ইয়ার। বিপিএলের ফুটবল দল স্বাধীনতা ক্রীড়া সংঘ ইকবাল হুসাইন ইয়ারকে তাদের দলে ভাগিয়ে নিয়েছে।


ইকবাল হুসাইন ইয়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে মধ্য মাঠে ফুটবলের নৈপুণ্যতা দেখিয়ে সব বড় দলের নজরে চলে আসেন। এর পর থেকেই তাকে নিজ দলে ভিড়াতে চেষ্টা করে বিপিএলের অনেক বড় বড় দল। শেষ পর্যন্ত ইকবালকে দলে ভাগিয়ে নেয় স্বাধীনতা ক্রীড়া সংঘ। ইতিমধ্যে তাদের সাথে এক বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছেন ইকবাল হুসাইন।

ইকবাল হুসাইনের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিন সুনামপুর গ্রামে। সে ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের একজন খেলোয়াড়। এখান থেকেই তার ফুটবল খেলার যাত্রা শুরু।


ইকবাল হুসাইন ইয়ার জানান, আমি যে দেশের সর্বোচ্চ পর্যায় বিপিএলে খেলার সুযোগ পেয়েছি এটা আমার জন্য অনেক খুশীর। ইনশাআল্লাহ আমার খেলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন বিলিএলে ভালো কিছু করে জাতীয় দলে খেলার সুযোগ পাই।

শেয়ার করুন