গোলাপগঞ্জের চন্দরপুর আল-এমদাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের (বর্তমান ডিগ্রী) প্রাক্তন ৩ শিক্ষার্থী একসঙ্গে নিয়োগ পেয়েছেন সহকারী কৃষি অফিসার পদে। কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অদিধপ্তরের নিয়োগপত্রে তাদেরকে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ২০১০ এসএসসি ব্যাচের মারজান হোসাইন ও তার সহপাঠী একই ব্যাচের নাজমুল হোসাইন এবং ২০১২ ব্যাচের সেলিনা বেগম।
তাদের প্রত্যেকের বাড়িও একই এলাকায়। মারজান হোসাইনের বাড়ি চন্দরপুর এলাকার বানিগাজী গ্রামে, তার পিতার নাম মুফজ্জিল আলী। একই গ্রামের নাজমুল হোসাইনের পিতার নাম মতিন মিয়া এবং সেলিনা বেগম একই এলাকার কালিডহর গ্রামের উস্তার আলীর মেয়ে।
এদিকে, একই প্রতিষ্ঠানের তিনজন একসঙ্গে নিয়োগ পাওয়ায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। তাদের প্রত্যেকের পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসী এবং শিক্ষকগণও বেশ আনন্দিত।