সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গত ৬ সেপ্টেম্বর সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বী হাজী জহুর আলীর সভাপতিত্বে ও রফিক আহমদের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দরগাহবাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মাহবুব, মাষ্টার আজাদ মিয়া,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান, সমাজসেবী মখলিছ আলী, আব্দুল মালিক,মাওলানা আব্দুর রউফ, জসিম উদ্দিন, হাবিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, নতুন কমিটির সভাপতি মাওলানা আব্দুল মুকিত, সহসভাপতি রাকিবুল হাসান,অভিভাবক সদস্য আব্দুল্লাহ কাছামিয়া প্রমুখ।
সভায় প্রাক্তন কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুমোদিত নতুন কমিটির ১১ সদস্য হলেন সভাপতি মাওলানা আব্দুল মুকিত, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া বেগম, সহ সভাপতি রাকিবুল হাসান,দাতা সদস্য মনসুর আলম, অভিভাবক সদস্য আব্দুলাহ কাছা মিয়া,জমির উদ্দিন,সুজিয়া বেগম,ইয়াসমিন বেগম, ওয়ার্ড মেম্বার মুক্তার আলী,বিদ্যুৎসাহী সদস্য নাছিমা বেগম, শিক্ষক প্রতিনিধি তানিয়া কবির।
সভাপতির সমাপনী বক্তব্যের পর মাওলানা আব্দুর রউফ মোনাজাত পরিচালনা করেন।
বিজ্ঞপ্তি