গোলাপগঞ্জ প্রতিনিধি: গত সোমবার রাতে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ডাকাতির ঘটনার প্রতিবাদে এলাকাবাসির উদ্যোগে দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিশিষ্ট মুরব্বি আব্দুস সহিদ খান জিলা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, উপজেলা আওয়ামী লীগের সহ -দফতর সম্পাদক হোসেন আহমদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদস্য আলা উদ্দিন, রেদওয়ান হোসেন রাজু , স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রাজু, সমাজসেবক শাহজাহান আহমদ প্রমুখ।
ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন, এজাজ আহমদ, ভুক্তভোগী দুলাল সেন, সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব গোলাম মস্তফা খান, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মনোজ কুমার দে সম্বু, সমাজ সেবক নজরুল ইসলাম খান স্বাফি,আবুল কালাম খান।
সভায় এলাকাবাসির পক্ষ থেকে ডাকাতের গুলিতে আহত ছয়জনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং সবার সাথে সমন্বয় করে তাদের আর্থিক সহযোগিতা করতে স্থানীয় সমাজ সেবক সামসুল আলম গোলাপ কে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, নজরুল ইসলাম, আব্দুল আজাদ, ইউপি সদস্য হোসাইন আহমদ, বিদ্যুত দেব, আবুল কালাম খান, শরিফ আহমদ।