গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাঘরখলা থেকে কৈকুড়ী বলদা খালের উপর বাঘরখলা থেকে জাফরাবাদ ভুরীবরাখ খালের উপর পৃথক অনুমোদন প্রাপ্ত ২টি ব্রীজ নির্মানের টেন্ডার প্রক্রিয়ার জন্য ব্রীজ নির্মান এর স্হান পরিদর্শন করেছেন সিলেট জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, (সহকারী প্রকৌশলী সিলেট জেলা ত্রাণ ও পূর্ণবাসন) এবং দক্ষিণ সুরমা উপজেলা পিআইও বাধণ কান্তি সরকার।
৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে ব্রীজ নির্মান স্হান পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, বাংলাদেশ ফিউচার ফাউন্ডেশন বাঘরখলা পীরবাড়ী এর সভাপতি শাহ ওবায়দুল হক ও হযরত শাহ জাকারিয়া ইসলামী যুব সংঘের সভাপতি শাহ বাবর আহমদ উজ্জ্বল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় পীর ইকবাল লালাবাজার ইউনিয়ন বাসীর পক্ষ থেকে বাঘরখলা গ্রামের কৃতি সন্তান গ্রামের গর্ব বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের সম্মানিত সচিব মোঃ জয়নুল বারী ও বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
খবর বিভাগঃ
সিলেট