Thursday, 16 September 2021

বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু


বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহির আহমদ জাহিদ নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের মরহুম হাজী ছমির উদ্দিনের পুত্র।


জানা যায়, আজ (১৬ সেপ্টেম্বর) বিয়ানীবাজার পৌর শহরের কসবা গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন জাহিদ। এসময় স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায়  বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পাতন গ্রামের সমাজসেবী সেলিম আহমদ বলেন জাহির আহমদ ছিলো আমার সহপাঠী। সে এক টগবগে যুবক, উদার মনের সহজ সরল প্রকৃতির, নম্র-ভদ্র মানুষ ছিলো। তার মৃত্যুতে গোটা বিয়ানীবাজারে নেমে এসেছে বিষাদের ছায়া।এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত।


তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন