‘মানিকে মাগে হিতে’ গানটি গেয়ে ভাইরাল হয়েছিলেন শ্রীলংকান গায়িকা ইওহানি। এরপর অনেক শিল্পীই গানটি গেয়েছেন। অনেকদিন গান থেকে দূরে থাকা রানু মণ্ডলও এবার গাইলেন শ্রোতাপ্রিয় গানটি। এর দুই বছর আগে লতা মঙ্গেশকরের ‘এক পেয়ার কা নগমা হ্যায়’ গান গেয়ে ভাইরাল হয়েছিলেন রানু। লতা মঙ্গেশকরের গান গেয়েছিলেন মাটিতে বসে। এ বার তিনি লাল টি-শার্ট পরে গান গাইলেন।
ইতিমধ্যে রাণুর সেই নতুন ভিডিও ৬২ হাজার মানুষ দেখেছেন। ‘পছন্দ’ জানিয়েছেন প্রায় আড়াই হাজার জন। রানাঘাটের রানু, সিংহলী ইওহানির উচ্চারণকে নকল করে মনের আনন্দে হাসতে হাসতে গান গাইলেন। ভিডিওর শেষে প্রশংসা করেছেন ইউটিউবার। বললেন, ‘অসাধারণ, অসাধারণ!’ প্রশংসায় আপ্লুত রানুও এক গাল হেসে দিলেন।
ভিডিওঃ
খবর বিভাগঃ
বিনোদন