Wednesday, 1 September 2021

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত



বিয়ানীবাজারের জলঢুপ এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। আজ (বুধবার) রাত ১০টার দিকে রাস্তার পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।



লাশের কাছাকাছি একটি লাল রঙের রেজিস্ট্রেশন (সিলেট-ল ১১-৪৮৭০) পালসার মোটর সাইকেল রয়েছে। স্থানীয়দের ধারণা, বিপরীত দিক থেকে আসা কোন ঘাতক যানবাহন ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই ব্যক্তি মারা যান। তার মাথা থেতলে রাস্তায় রক্ত ও মস্তিকের বিভিন্ন অংশ ছড়িয়ে পড়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। একই সাথে ঘাতক অজ্ঞাত যানবাহনেরও কোন খোঁজ পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থালে যাচ্ছে বিয়ানীবাজার থানা পুলিশ।


নিহতের পরনে ছিল সাদা রঙের পায়জামা ও টিশার্ট। স্থানীয়দের ধারণা তিনি বিয়ানীবাজারের দিক থেকে থানাবাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতি কোন যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। লাশে কাছাকাছি থাকা লাল রঙের মোটর সাইকেলটির এক পাশ ধুমড়ে-মুচড়ে গেছে।

শেয়ার করুন