সিলেট-৩ আসনে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। কিছু অভিযোগ ছাড়া কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
এদিকে, শনিবার বিকাল সাড়ে ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বালাগঞ্জ উপজেলার সবগুলোসহ মোট ৩৫টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন হাবিবুর রহমান হাবিব।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী বালাগঞ্জের ৬ ইউনিয়নের ৩৪টি কেন্দ্রে নৌকা প্রতীকের হাবিব পেয়েছেন ২৪ হাজার ৭৫৪টি ও ৩ হাজার ১৬০টি ভোট। এছাড়া ৩৫টি কেন্দ্রের পাওয়া ফলাফলে সবগুলোতেই এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের হাবিব।
সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।
খবর বিভাগঃ
সিলেট