গোলাপগঞ্জে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আতিক আহমদকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সোমবার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানাধীন মানিককোনা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত এ আসামি গোলাপগঞ্জ থানার খালপার গ্রামের মোবারক আলীর পুত্র।
বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আতিক গোলাপগঞ্জ থানার ২০০৬ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন থেকেই পলাতক ছিল। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে, এবং অপরাপর সাজাপ্রাপ্ত আসামিসহ পরোয়ানাভুক্ত সকল আসামিকে গ্রেপ্তারে সিলেট জেলা পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।