আজ (৭ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকায় স্থানীয় সময় সকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি কুশিয়ারা নিউজকে নিশ্চিত করেছেন লক্ষীপাশা ইউনিয়নের ৩ নং (জাংগালাটা-পালপাড়া) ওয়ার্ডের ইউপি সদস্য জামিল আহমদ।
তিনি জানান, দক্ষিণ আফ্রিকায় স্থানীয় সময় সকাল ৫টার দিকে আব্দুল আহাদ তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিলে পথিমধ্যে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান।
জামিল আহমেদ জানান, নিহত আব্দুল আহাদ ৪/৫ বছর থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছেন। সেখানে তার আরোও ২ ভাই রয়েছেন। বর্তমানে নিহতের মরদেহ দক্ষিণ আফ্রিকার একটি হসপিটালে রয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে লাশ দেশে আনা হবে কিনা তা পরবর্তীতে জানা যাবে বলেও জানান তিনি।
খবর বিভাগঃ
প্রবাসের খবর