নিজস্ব প্রতিবেদকঃ জকিগঞ্জ পৌর এলাকায় গতকাল রাতভর ডাকাত আতঙ্কে ছিলো। গভীর রাতে হঠাৎ করেই ফেসবুকে ছড়িয়ে পড়ে পৌর এলাকায় ২ গাড়ি ডাকাত ঢুকে পড়েছে। এমন খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবদিকে। ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ লোকজন ছিলেন সর্তক অবস্থানে। থানা পুলিশও বৃদ্ধি করেছিলো টহল। বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ টিম।
থানা পুলিশ সূত্র জানিয়েছে, ফেসবুকে হঠাৎ করে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের নির্দেশনায় পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ওসি আবুল কাসেমের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ডাকাতদলের সন্ধানে অভিযান চালিয়েছে। তবে ভোর রাত ৪টা পর্যন্ত কোথাও ডাকাতদলের উপস্থিতির খবর পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম বলেন, ফেসবুকে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ার পরপরই তিনি পুলিশের একাধিক টিম নিয়ে সর্তক অবস্থানে ছিলেন। কোথাও ডাকাতদলের উপস্থিতির তথ্য পাওয়া যায়নি।
ফেসবুকের খবর কতটুকু নির্ভরযোগ্য হতে পারে এমন প্রশ্নে বলেন, এটা রিউমার (গুজব) হতে পারে। পুরো উপজেলায় পুলিশ খুবই সর্তক ছিলো।
খবর বিভাগঃ
জকিগঞ্জ