দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের হাজিপুর (মাঝের গাও)নিবাসী নরওয়ে প্রবাসী সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাবেক সদস্য, মৌলভীবাজার -জালালপুর - গহরপুর স্ট্যান্ড এর সাবেক সম্পাদক, সিলাম ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি বিশিষ্ট শ্রমিকনেতা শাহ শফিক আহমদ আর নেই।
১৩ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনী আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন মরহুমের ভাতিজা শাহ মুজিবুর রহমান মিন্টু।
উল্লেখ্য, শাহ শফিক আহমদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী নরওয়ে প্রবাসী শাহ রফিক আহমদের মেজোভাই।
খবর বিভাগঃ
শোক সংবাদ