স্বাস্থ্য কথাঃ করোনাভাইরাস প্রতিরোধে এখন একমাত্র ভরসা ভ্যাকসিন বা টিকা। বিশ্বব্যাপী টিকা নেয়ার হিড়িক এখন বাংলাদেশেও পড়েছে। দেশের অনেকেই ইতোমধ্যে টিকা নিয়েছেন, অনেকে রয়েছেন অপেক্ষমান।
শুরুতে দেশে টিকা নেয়ায় জনগণের অনাগ্রহ থাকলেও বর্তমানে টিকা নেয়ার প্রতিযোগিতায় দেখা যাচ্ছে। আর তাতে হিমশিম খাচ্ছে জাতীয় টিকা রেজিস্ট্রেশন সাইট সুরক্ষা অ্যাপস।
তবে করোনাভাইরাসের টিকা নেয়ায় সকলের আগ্রহ বাড়লেও টিকা গ্রহণের পর শরীরে বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার ব্যাপারে অনেকেই জানেন না। যদিও পার্শ্বপ্রতিক্রিয়া নিতান্তই সাময়িক, তবু এ সম্পর্কে সচেতনতা জরুরী। এ সম্পর্কে আগে থেকেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
এর জন্য প্রয়োজনে ওষুধ খাওয়ার পরামর্শও দিচ্ছেন তারা। তবে এক্ষেত্রে কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা চলবে না। টিকার পার্শ্বপ্রতিক্রিয়াস্বরূপ জ্বর জ্বর ভাব, জ্বর, গা ও হাত-পা ব্যথা আসছে অনেকের। টিকা নেওয়ার পরে জ্বর এলে করণীয় সম্পর্কে জেনে নিন-
আপনি কি পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তিত?
টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়া কিন্তু ইতিবাচক ইঙ্গিত এবং এটি সাময়িক। তাই এ নিয়ে ভয় পাবেন না। টিকা নেওয়ার পর ব্যথা হতে পারে, তবে তা কমানোও সম্ভব। পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে টিকা নেওয়া থেকে বিরত থাকা ঠিক নয়। এরপরও যদি আপনি চিন্তিত থাকেন, তবে টিকা নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। নিজের ও পরিবারের সদস্যদের সুরক্ষার কথা ভেবে টিকা গ্রহণ করাই উত্তম।
টিকা নেওয়ার স্থানে ব্যথা হলে কী করবেন?
অনেকের ক্ষেত্রে টিকা নেওয়ার পর সেই স্থানে প্রচণ্ড ব্যথা হচ্ছে। যেদিন টিকা নেওয়া হচ্ছে সেদিনই রাত থেকে ব্যথা শুরু হতে দেখা যাচ্ছে। এসময় পেশী ফুলে যেতে পারে। তবে এ নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। এ সমস্যা সাময়িক। ব্যথার স্থানে ঠান্ডা পানি বা আইসব্যাগ দিয়ে সেঁক দিন। এতে ব্যথা অনেকটাই কমে আসবে।
টিকা নেওয়ার আগে বা পরে কি পেইনকিলার খাওয়া যায়?
টিকা নেওয়ার পরে সবার ক্ষেত্রে একইরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না। কারও হালকা ব্যথা বোধ হতে পারে, কারও অনেক বেশি। আপনি যদি খুব বেশি ব্যথা বোধ করেন তবে পেইন কিলার খেতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে টিকা নেওয়ার আগে-পরে কোনো ধরনের ওষুধ খাওয়ার পরামর্শ এখনও দেওয়া হয়নি। তবে টিকা নেওয়ার পর ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে পারেন।
অন্যান্য উপসর্গে করণীয়ঃ
টিকা নেওয়ার পর জ্বর আসছে অনেকের। কারও ক্ষেত্রে যোগ হচ্ছে শরীর ব্যথা, ক্লান্তি। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে পারেন। এর পাশাপাশি প্রচুর পানি পান করা জরুরি। এতে শরীর ভেতর আর্দ্র থাকবে। খাবার খেতে হবে সঠিক পরিমাণে। এতে টিকার পরে পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাব অনেকটাই কমিয়ে দেবে। অসুস্থ বোধ করলে কিছুদিন বিশ্রাম করতে পারেন।
খবর বিভাগঃ
স্বাস্থ্য