Thursday, 5 August 2021

গণটিকাদানের তারিখ চূড়ান্তঃ ৭ আগস্ট একযোগে টিকাদান কর্মসূচী



গণটিকাদানের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ০৭ আগস্ট সারাদেশের ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে একযোগে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে। এদিন প্রত্যেক ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডে (বর্তমান ১,২,৩ নং ওয়ার্ড) ৬০০ জনকে করোনার ভ্যাকসিন দেয়া হবে।


বৃহস্পতিবার দুপুরে কুশিয়ারা নিউজকে এ তথ্য জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহীনুর ইসলাম শাহীন।

তিনি জানান ৭আগস্ট প্রতি ইউনিয়নের বর্তমান ১,২,৩নং ওয়ার্ডে ৩টি টিকাকেন্দ্র স্থাপন করে প্রত্যেকটিতে ২০০জন করে মোট ৬০০জনকে করোনার ভ্যাকসিন দেয়া হবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে  গণহারে এ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তবে ইতোপূর্বে প্রকাশিত সূচিতে বলা হয়েছিলো ৭-১২ আগস্ট সারাদেশে গণহারে করোনার টিকা দেয়া হবে। এবার সেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী শুধু ৭ আগস্ট একযোগে সারাদেশে ভ্যাকসিন দেয়া হবে। এরপর এ কর্মসূচী ৭দিন স্থগিত রেখে ১৪আগস্ট থেকে পূণরায় শুরু করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় গণটিকাদান ক্যাম্পেইনের আওতায় আপাতত এক দিন ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাত দিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে, চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




শেয়ার করুন