নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলার পাতন গ্রামের মোহাম্মদ ময়নুল ইসলামের বসত বাড়ি হতে একটি সিএনজি চালিত অটোরিক্সা চুরি হয়েছে। সংঘবদ্ধ চুরের দল আজ (শনিবার) রাতের কোন এক সময় তার বসতঘরের বারান্দায় রাখা অটোরিক্সাটি চুরি করে নিয়ে যায়।
এব্যাপারে বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ময়নুল ইসলাম।
এছাড়াও অটোরিক্সাটি উদ্ধারের জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। কেউ অটোরিক্সাটির সন্ধান পেলে নিন্মে উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মইনুল ইসলাম।
তাবাসসুম & তানজিম নামের অটোরিক্সাটির নাম্বার প্লেট মৌলভীবাজার ১২-২৪৬৮।
যোগাযোগ: 01782-361989/ 01778-900275
খবর বিভাগঃ
বিয়ানীবাজার
সিলেট