Wednesday, 4 August 2021

গোলাপগঞ্জে ইউনিয়নভিত্তিক করোনার টিকাদানের সময় ও স্থান



করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে শুরু হচ্ছে ইউনিয়নভিত্তিক টিকাদান কার্যক্রম। এ লক্ষ্যে গোলাপগঞ্জের সবক'টি ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডের (বর্তমান ১,২,৩নং ওয়ার্ড) টিকাদানের সময় ও স্থানের তালিকা প্রকাশ করা হয়েছে।


তালিকানুযায়ী আগামী ০৭ আগস্ট থেকে ১২ আগস্ট সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার সবক'টি ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডে একযোগে গণহারে ভ্যাকসিন প্রদান করা হবে।

 
উপজেলার ইউনিয়নভিত্তিক টিকাদানের সময় ও স্থানঃ



শেয়ার করুন