Tuesday, 17 August 2021

শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগের বিভিন্ন কর্মসুচী পালন।



সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগে পক্ষ থেকে সকাল নয়টায় জেলা প্রশাসক কার্য্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে, সকাল দশটায় বিভাগীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোওয়া এবং দুপুর বারটায় জনতা ব্যাংক ষ্টাফ কোয়ার্টারের গবীর দূঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতিরণ দুপুর একটায় জনতা ব্যাংকের প্রাঙ্গন পরিষ্কার পরিচন্ন করা হয়েছে। 

এসব কর্মসূচীতে অংশ গ্রহন করেছেন জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ, উপমহাব্যবস্থাপক ও বঙ্গবন্ধু পরিষদ বিভাগীয় কমিটির সভাপতি সনদীপ কুমার রায়, বিভাগীয় কমিটির সিঃ সহসভাপতি ও সরকারী মহাব্যবস্থাপক শাহাদাৎ হোসেন সরকার, সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল আলম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শুভাশিস চক্রবর্তী, কাজীটিলা শাখার ম্যানেজার ছয়ফুল আলম চৌধুরী, শেখঘাট শাখার ম্যানেজার তানভীর আহমদ শাকিল, তাজপুর শাখার ময়ানেজার দীপংকর দেব, সিলেট কর্পোরেট শাখার সিঃ প্রিন্সিপাল অফিসার ইমন চন্দ্র দাস,বিয়ানীবাজার শাখার ম্যানেজার অশ্রুজিত পাল লিটু, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক আব্দুল মতিন,কুমারগাও শাখার ম্যানেজার দীপীকা রহমান,সিনিয়র অফিসার ও বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক রুহুল আলম, বিভাগীয কার্যালয়ের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমান,জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সিলেট অঞ্চলের সাধারন আলম হোসেন, জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল,বিভাগীয় কার্য্যালয়ের কর্মকর্তা ও সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন