Sunday, 22 August 2021

ওয়েব সিরিজে ‘অপু ভাই’, তুমুল সমালোচনায় পরিচালক




টিকটক ও লাইকিতে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার তুঙ্গে ছিলেন অপু ভাই। টিকটক ভিডিও বানানোকে ঘিরে একটি মারামারির ঘটনায় তিনি জেলও খেটেছেন। তারপরই আমূল পরিবর্তন ঘটে তার।



এবার তিনি কাজ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় 'সিনিয়র ভার্সেস জুনিয়র' নামের একটি ওয়েব সিরিজে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় অপুর লুক প্রশংসিত হচ্ছে। তবে সমালোচনার মুখে পড়েছেন পরিচালক অনন্য মামুন।

নতুন লুকে অপুর ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে পরিচালক অনন্য মামুন লিখেছেন, 'কে কিভাবে নিবেন আমি জানি না, তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি। সিনিয়র ভার্সেস জুনিয়র ওয়েব সিরিজে আপনাদের সামনে অপু ভাই আসবে আলিয়ান হয়ে। এক মাস অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবে অপু।'



তার সেই পোস্টে মন্তব্য করতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটাগরিকরা। কেউ কেউ তার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন আবার কেউ কেউ তার কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের ধারণা, সস্তা জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লাখ লাখ ভিউ পেতেই এমন উদ্যোগ নিয়েছেন নির্মাতা। পাঠকদের জন্য বেশ কিছু নেটাগরিকের মন্তব্য তুলে ধরা হলো-

'কতটুকু রুচিসম্মত হবে তা আগেই আন্দাজ করতে পারছি! আপনিও সস্তা জনপ্রিয়তা কুড়াতে মাঠে নামলেন! বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম দুর্গন্ধময় করার জন্য আপনারাই যথেষ্ট।'


'একজন অশিক্ষিত, বিকারগ্রস্থ, থার্ডক্লাস টিকটকার এনে সেলিব্রেটি বানাতে চাচ্ছেন? একটাবার চিন্তা করলেন না, সমাজে ওর মূল্যায়নটা কোথায়? আচ্ছা বাদই দিলাম সমাজে ওর মূল্যায়ন, এত বড় বড় আর্টিস্টদের সাথে ওকে কিভাবে দাঁড় করাবেন?'


'আপনাদের মতো ডিরেক্টরের জন্য শিল্প সমাজ ধ্বংসের দিকে। আজাইরা লোকজন ধরে ইন্ডাস্ট্রিতে ঢুকিয়ে দেন, যা দ্বারা কোনো ভাল কাজ হয় না। অপু ফিল্ম সম্পর্কে কিছু জানে? ও (অপু) জানে টিকটক সম্পর্কে, টিকটক বানান।'

'আপনাদের এই বিবেকহীনতার কারণেই সভ্য সমাজের ও শিক্ষিত পরিবারের ছেলে-মেয়েরা মিডিয়ায় যেতে চায় না।'

'টিকটকারদের নিয়ে মাতামাতি না করে, অভিনয় শিল্পীদের নিয়ে কাজ করুন। বর্তমান সময়ে তারাই তো খুব অসহায়।'

'এমন অনেক আর্টিস্ট আছে, যাদের বছরের পর বছর থিয়েটার করতে করতে জুতা ক্ষয় হয়ে যায়। তাদেরকে সুযোগ দেয়া হয় না, অপরদিকে টিকটক করে কয়েকদিনের গ্রুমিং করিয়ে অভিনয়ে নিয়ে আসতেছেন?'


'অপু ভাই এক মাসে তৈরী হলেও ওটিটি প্ল্যাটফর্মে অপু ভাইকে দেখার মতো রুচিশীল দর্শক এখনো তৈরী হয়নি।'


'আমি জানতাম আপনি একজন ভালো ডিরেক্টর। কিন্তু এখন দেখছি আপনি টিকটক ডিরেক্টর।'

'আপনাদের মত মানুষদের জন্যই এদের তৈরী হয়। অপকর্ম করে সিনেমায় চান্স পেলে, সবাই ওটাই করবে। বাকিদের আরও উৎসাহ জোগালেন মামুন সাহেব। ধর্ষণ করে ভাইরাল হলেও আপনাদের ব্যবসার জন্য তাকেও কাস্টিং দিবেন আপনারা।'

'অখাদ্যকে আমরা মানুষের কাছে খাদ্য হিসেবে সাজিয়ে দেই। মানুষ যখন না খায় তখন মানুষের দোষ দেই। ঠিক এই কারনেই দিন দিন নাটক-সিনেমার দর্শক হারিয়ে যাচ্ছে।'


'আপনাকে দিয়েই সম্ভব ইন্ডাস্ট্রির পশ্চাৎদেশে বাঁশ ঢুকানো। আপনার এবং আপনার অপুর জন্য শুভকামনা। এগিয়ে যান নেটওয়ার্কের বাইরে।'

'আপনারাই বলেন, ভিউ দিয়ে কাজের বিচার হয়না। আবার আপনারাই ভিউয়ের জন্য অপুদের সুযোগ দিয়ে প্রসংশায় ভাসাতে থাকেন।'

'তামশা করছেন? দেশে অনেক প্রতিভাবান শিল্পী আছে, সুযোগ আর টাইমিং এর অভাবে ভাল কিছু করতে পারছে না। আর সঠিক মূল্যায়ন হচ্ছেনা বলেই আমরা মোশাররফ করিমদের মত অভিনেতা পাচ্ছি না। আপনি আসছেন এসব ভন্ডদের নিয়ে। না কথা বলতে পারে, না বাচনভঙ্গি, না আছে অভিনয়। খালি টিকটকে বিভিন্ন শিল্পীদের গান আর ইন্ডিয়ান ফানি কন্টেন্টগুলো কপি করে দুই-তিনটা মাইয়া নিয়ে ঘুরেই চেষ্টা হয়ে গেল? পাবলিক এসব খায় না। সস্তা জনপ্রিয় এসব পরগাছা দিয়ে টাকা কামানোর জন্য আমাদের থিয়েটার আর নাটক পাড়ার মানসম্মান খাইয়েন না।'


'আপনাকে অনেক ভালো রুচিসম্পন্ন ডিরেক্টর ভাবতাম। কিন্ত না, আপনি গোবরে নয় মানুষের মূলমন্ত্রে পদ্মফুল ফোটানোর চেষ্টায় আছেন। এজন্যই ইন্ডাস্ট্রির এই হাল।'


'আপনার মতন এত বিজ্ঞ আমি না। তবে এতটুকু বোঝার মতন জ্ঞান আছে যে ভিউয়ের তারকা আর অভিনয়ের তারকা দুটো ভিন্ন জিনিস।'

শেয়ার করুন