Saturday, 7 August 2021

হেডফোন বিস্ফোরণে যুবকের মৃত্যু!


প্রতিকী ছবি


ডেস্কঃ প্রযুক্তির উৎকর্ষতার এ যুগে অত্যাধুনিক সব ডিভাইস হয়ে উঠছে আমাদের নিত্য অনুষঙ্গ। তবে এসব ডিভাইস যে অনেকসময় প্রাণঘাতী হয়ে উঠতে পারে তার প্রমাণ মিলেছে বারংবার। আবারও ঘটলো তেমনই এক ঘটনা।

প্রতিবেশী দেশ ভারতের রাজ্য জয়পুরের উদয়পুরিয়া গ্রামে এমনই এক ঘটনা ঘটলো সম্প্রতি। গ্রামের ২৮ বছর বয়সী রাকেশ কুমার নগর কানে ব্লু-টুথ হেডফোন দিয়ে বই পড়ছিলেন। হঠাৎই ছোট্ট যন্ত্রটিতে বিস্ফোরণ ঘটে। তাতেই হার্ট অ্যাটাক করে মারা যান ওই যুবক।


স্থানীয় পুলিশের বরাতে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশ জানায়, রাকেশ কুমার নগর তার বাড়িতে বসেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। গত শুক্রবার তিনি পড়াশোনা করার সময় কানে ব্লু-টুথ হেডফোন ব্যবহার করছিলেন। এসময় ডিভাইসটি অন্য একটি ইলেক্ট্রোরাল আউটলেটে প্লাগ-ইন করা ছিল। আর সে সময়ই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ আরও জানায়, হঠাৎই কানের মধ্যে বিস্ফোরণ ঘটলে দ্রুত অচেতন হয়ে পড়েন রাকেশ। এরপর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।


চিকিৎসক জানান, অচেতন অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার দুটো কানেই গুরুতর আঘাত লেগেছে, তবে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। সূত্র : এনডিটিভি

শেয়ার করুন