Wednesday, 11 August 2021

জোর করে আল-আকসায় ঢুকে পড়েছে ইহুদি চরমপন্থীরা



আন্তর্জাতিক ডেস্কঃ জেরুজালেমে আল-আকসা মসজিদে জোর করে ঢুকে পড়েছে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারী। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মসজিদের দায়িত্বে থাকে প্রতিষ্ঠান। খবর আল আরাবির।

ওই মসজিদটির দেখভালের দায়িত্বে রয়েছে জর্ডানের ইসলামিক ওয়াকফ বিভাগ। তারা জানিয়েছে, মুসলিমদের তৃতীয় পবিত্র স্থানটিতে ১১৬ জন ইসরায়েলি জোর করে ঢুকে পড়ে।

ওই বসতি স্থাপনকারীরা ইসরায়েলি পুলিশের সুরক্ষা নিয়েই আল-আকসা মসজিদে প্রবেশ করেছে বলেও জানায় ওয়াকফ বিভাগ।

চরম ডানপন্থী ইসরায়েলিরা প্রায়ই আল-আকসা মসজিদের প্রাঙ্গণে প্রবেশ করে। এজন্য তারা প্রায়ই মুঘরাবি গেট ব্যবহার করে। এই গেটটি পবিত্র এই স্থাপনার দক্ষিণপশ্চিম দিকে অবস্থিত।

২০০৩ সাল থেকেই এভাবে প্রায় প্রতি সপ্তাহেই আল-আকসা মসজিদে ঢুকে পড়ে চরমপন্থী ইসরায়েলিরা। ইসরায়েলি পুলিশের ‍সুরক্ষা নিয়েই তারা এমন কাজ করে। যদিও প্রায়ই এর প্রতিবাদ জানায় ওয়াকফ বিভাগ।

উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। পবিত্র এই মসজিদটি পূর্ব জেরুজালেমেই অবস্থিত।

শেয়ার করুন