ছবিঃ হোসাইন সারোয়ার |
শীঘ্রই পিচ ঢালাই হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত আল-এমদাদ ডিগ্রি কলেজ রোড। ইতোমধ্যে এ রোডটির টেন্ডার সম্পন্ন হয়েছে। টেন্ডার পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাওলানা ট্রেডিং।
গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুরে অবস্থিত আল-এমদাদ ডিগ্রি কলেজ রোডটির ৯২০মিটার কাজের টেন্ডার হয়েছে। এল.জি.ই.ডি'র আওয়াতাধীন এ রোডটিতে ব্যয় হবে প্রায় ৮০ লাখ টাকা। যা বি,কে সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে কটলীপাড়া-বসন্তপুর সড়কে সংযুক্ত হবে।
রাস্তাটির উন্নয়নকাজের টেন্ডার হওয়ায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি'র প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল।
এ রাস্তাটি পিচ ঢালাই হলে আল-এমদাদ ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে। পাশাপাশি উপকৃত হবেন ৩/৪ গ্রামের মানুষ। বিশেষ করে বনগ্রাম, কালিডহর এবং বানিগাজী গ্রামের জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হতে চলেছে।