Sunday, 15 August 2021

পালিয়ে কোথায় গেলেন আশরাফ গনি



রাজধানী কাবুলে প্রবেশের খবরে শহরে আতঙ্ক বিরাজ করছে। সরকারি কর্মকর্তা ছাড়াও সাধরণ মানুষ ভয়ে শহর ছেড়ে পালাতে শুরু করেছেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বলে  দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার জানিয়েছে। 

আশরাফ গনির সাথে দেশটির ভাইস প্রেসিডেন্ট আমানুল্লাহ সালেহও রয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে, প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র পালানোর দাবি নাকচ করে বলছে, প্রেসিডেন্ট পালিয়ে যাননি। ফাস্ট লেডির সঙ্গে রোববার সারাটা সকাল তিনি প্রেসিডেন্ট প্যালেসের বাগানে কাটিয়েছেন।

তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববারই আফগান সরকারের শীর্ষস্থানীয় এই দুজন পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। যদিও সমর্থিত সূত্র থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা যায়নি।

তালেবানের অগ্রযাত্রা এবং রাজধানীর প্রবেশদ্বারে তাদের অবস্থান নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর শহরের বাসিন্দারা কাবুল ছেড়ে পালাতে শুরু করেছে।

রাজধানী কাবুলের অনেক মানুষ গাড়িতে করে শহর থেকে পালানোর চেষ্টা করছেন। কোন কোন এলাকা থেকে বিক্ষিপ্তভাবে বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে। 

শেয়ার করুন