Tuesday, 10 August 2021

৩৫০ কোটি টাকা বেতনে পিএসজিতে মেসি




সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইতেই যোগ দিচ্ছেন লিওনেল মেসি। 

বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো। 

মঙ্গলবার তিনি জানিয়েছেন, বছরে ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিনশ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি। 

নেইমারকেও বছরে ৩৫ মিলিয়ন পারিশ্রমিক দেয় পিএসজি। 

২ বছরের চুক্তিতে পিএসজিতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। 

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্সে যাবেন মেসি, এমনটি জানিয়েছেন রোমানো। 

ফুটবলভিত্তিক সংবাদমাধ্যমগুলোর দাবি মেসির জন্যই প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার মঙ্গলবারের জন্য ভাড়া নিয়েছে পিএসজি। 

এর আগে ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি'তে বার্সেলোনা থেকে পিএসজিতে যান ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জুনিয়র। তখন তার আগমনী ঘোষণা দিতে ৩ লাখ ইউরোর বিনিময়ে আইফেল টাওয়ার ভাড়া নিয়েছিল পিএসজি।

হয়তো মঙ্গলবার মেসিকে দলে ভেড়ানোর ঘোষণা দিতেই আইফেল টাওয়ারটি ভাড়া করেছে প্যারিসের ক্লাবটি। 

শেয়ার করুন