Tuesday, 17 August 2021

পাসপোর্ট নবায়নে গন্ডগোল, স্পষ্ট করলেন পররাষ্ট্রমন্ত্রী



পাসপোর্ট নবায়ন জটিলতা নিয়ে বেশকিছু দিন ধরেই ভোগান্তিতে রয়েছেন বাংলাদেশি প্রবাসীরা। পাসপোর্ট মেশিনের প্রিন্টিংয়ে ত্রুটির কারণে বিদেশে বাংলাদেশের নাগরিকেরা পাসপোর্ট নবায়ন করতে পারছেন না। তবে এই জটিলতার বিষয়টি স্পষ্ট করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কাছে পাসপোর্ট সংকট নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট সরবরাহ করে পাসপোর্ট অধিদপ্তর। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক পাসপোর্ট নবায়নের জন্য আটকে আছে। তবে প্রিন্টিংয়ের সমস্যাটি দূরীকরণে কাজ চলছে।


ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, পাসপোর্ট নবায়নে যে সমস্যা সৃষ্টি হয়েছে, সেটি সমাধানে বেশকিছু দিন ধরেই বকবক করছি। কারণ, অনেক বাঙালির পাসপোর্ট নবায়ন হচ্ছে না। তারা পাসপোর্ট পাচ্ছেন না। এর মূল কারণ হচ্ছে পাসপোর্টের প্রিন্টিং আটকে গেছে। এমনকি এখানেও আমরা অনেক পাসপোর্টের জন্য বসে আছি। প্রিন্টিং মেশিনের গন্ডগোল। পাসপোর্ট তো আমরা ইস্যু করি না, এটা পাসপোর্ট অফিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু।

শেয়ার করুন