Thursday, 5 August 2021

৭ আগস্ট গণটিকাঃ গোলাপগঞ্জ উপজেলার যেসব বুথে দেয়া হবে ভ্যাকসিন



করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে শুরু হচ্ছে গণহারে টিকাদান কর্মসূচী। এ কর্মসূচির আওতায় আগামীকাল (৭ আগস্ট) সারাদেশের একযোগে চলবে টিকাদান ক্যাম্পেইন। এদিন প্রত্যেক পৌরসভা ও ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৬০০ জনকে করোনার টিকা দেয়া হবে।


তবে গণটিকাদান ক্যাম্পেইনের আওতায় আপাতত শুধু ০৭ আগস্ট (এক দিন) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাত দিন বন্ধ থাকার পর ১৪ আগস্ট থেকে এ ক্যাম্পেইন আবার চালু হবে। এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন ও পৌরসভার অন্যান্য ওয়ার্ডগুলোতেও এ ক্যাম্পেইন চলমান থাকবে।


৭ আগস্ট টিকা দেয়ার লক্ষে নির্ধারিত ফরমে প্রতি ওয়ার্ড হতে মুক্তিযোদ্ধা, বয়স্ক নারী-পুরুষ ও প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার দিয়ে মোট ৬০০ জনের নামের তালিকা তৈরি করবেন মেম্বার ও কাউন্সিলরবৃন্দ। তারপর নির্ধারিত তারিখে নাম তালিকাভুক্তদের করোনার টিকা দেয়া হবে।


এ লক্ষ্যে গোলাপপগঞ্জ উপজেলার 
১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১নং ওয়ার্ডে ১টি করে টিকাকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ঐ টিকাকেন্দ্রে থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকগণ করোনার টিকা গ্রহণ করবেন।

গোলাপগঞ্জের ১টি পৌরসভা এবং ১০টি ইউনিয়নের টিকাকেন্দ্রের নামঃ

গোলাপগঞ্জ পৌরসভাঃ গোলাপগঞ্জ পৌরসভার ২নং রণকেলী সরকারি প্রাথমিক  বিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

১নং বাঘা ইউনিয়নঃ বাঘা ইউনিয়নের নলুয়া কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।


৩নং ফুলবাড়ি ইউনিয়নঃ ফুলবাড়ি ইউনিয়নের উত্তরবাগ আলিয়া মাদ্রাসার টিকাকেন্দ্র  থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

৪নং লক্ষীপাশা ইউনিয়নঃ লক্ষীপাশা ইউনিয়নের শাহ হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।




৫নং বুধবারীবাজার ইউনিয়নঃ বুধবারীবাজার ইউনিয়নের কটলীপাড়া মহিলা মাদ্রাসার টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়নঃ ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

৭নং লক্ষণাবন্দ ইউনিয়নঃ লক্ষণাবন্দ ইউনিয়নের ১নং চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

৮নং ভাদেশ্বর ইউনিয়নঃ ভাদেশ্বর ইউনিয়নের উজান মেহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।


৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নঃ পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

১০নং উত্তর বাদেপাশা ইউনিয়নঃ উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকোনা সরকারি বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।

১১নং শরীফগঞ্জ ইউনিয়নঃ শরীফগঞ্জ ইউনিয়নের রাংজিওল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিকাকেন্দ্র থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নারিগকগণ টিকা গ্রহণ করবেন।





শেয়ার করুন