Monday, 16 August 2021

শরীফগঞ্জ ইউনিয়নে শুরু হল কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফ্রি অক্সিজেন সেবা



গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফ্রি অক্সিজেন সেবা কর্মসূচীর।

অনুষ্ঠানে কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপের উপদেষ্টা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আতিকুর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন গ্রুপের আইন উপদেষ্টা সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট একমাল হোসেন সুমন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বলেন, মহামারির ক্রান্তিলগ্নে কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপ মানবতার সেবায় এগিয়ে এসেছে। এ অঞ্চলে মানুষের দুর্ভোগের সময় গ্রুপটি ফ্রিতে সেবা প্রদান করার যে প্রত্যয় ব্যক্ত করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। এসময় তিনি মহতি কাজে এগিয়ে আসায় হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ জেড রহমান জুনু'র প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে আলোকিত খাটকাই সামাজিক সংগঠনের জাবেদুর রহমান রিপন এর পরিচালনায় উপস্থিত ছিলেন  কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ জেড রহমান জুনু, গ্রুপের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। 

এছাড়া উপস্থিত ছিলেন গ্রুপ সদস্য জিলাল আহমদ, রুহেল আহমদ,জবরুল, ফরহাদ হোসেইন নাইম-সহ খাটকাই গ্রামের মুরব্বিয়ান ও স্বেচ্ছাসেবকবৃন্দ। 


উল্লেখ্য, গ্রুপটিতে পরামর্শক হিসাবে রয়েছেন ডাক্তার বেলায়ত চৌধুরী, ডাক্তার আব্দুর রউফ এবং ডাক্তার সুহেল আহমদ। 

অনুষ্ঠানে হোয়াটসঅ্যাপ গ্রুপের এ মহতি কাজে অংশ নিতে ৩টি অক্সিজেন সিলিন্ডার দান করেন কানাডা প্রবাসী জয়নাল আবেদীন জামিল, ১টি অক্সিজেন সিলিন্ডার দান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আতিকুর রহমান আতিক, ৩টি অক্স মিটার দান করেন লন্ডন প্রবাসী হাঃ মৌঃ নুরুল ইসলাম দুলু মিয়া। এছাড়া আরেকটি অক্সিজেন সিলিন্ডার দান করার ঘোষনা দেন লন্ডন প্রবাসী আব্দুল মুমিন এবং ৫ হাজার টাকা অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দেন সোদি আরব প্রবাসী মোঃ ফজলু মিয়া।

ফ্রি অক্সিজেন সেবাটি পরিচালনায় থাকবে খাটকাই রাইজিং স্টার, আলোকিত খাটকাই এবং বিশ্ব প্রবাসী শরিফগঞ্জ উন্নয়ন পরিষদ।



শেয়ার করুন