মৌলভীবাজারের জুড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবসের ফেস্টুন ছিঁড়ে দিয়েছে দুর্বৃত্তরা । এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার ফুলতলা ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে ভূমি অফিসের বারান্দায় ফেস্টুন টানানো হয়। গত বুধবার রাতে কে বা কারা ফেস্টুনের মধ্য ভাগ ছিঁড়ে দেয়।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে নেতাকর্মীরা ছেড়া ফেস্টুন দেখলে প্রতিবাদ মিছিল করেন। ভূমি অফিস সংলগ্ন স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাঞ্চন চক্রবর্তীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল বাছিত ছায়াদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক ডালিম আহমদ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন মামুন,সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ।
এ ব্যাপারে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, এটা অবশ্যই নিন্দনীয় কাজ। যে বা যারা এটা করেছে তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।