হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে অক্সিজেনের তীব্র সংকট নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় খবর প্রকাশের পর প্রায় ৩ লক্ষ টাকা সমমূল্যের অক্সিজেন সিলিন্ডার নিয়ে গত ৬ আগষ্ট, ২০২১ থেকে মুক্তাঞ্চল অক্সিজেন সিলিন্ডার ব্যাংক এর কার্যক্রম শুরু হয়।
মুক্তাঞ্চল সাহিত্যচর্চা কেন্দ্র, হবিগঞ্জ এর আহ্বায়ক সম্পন্ন মহাপাত্র জানিয়েছেন, “রোগীরা বিনামূল্যে এই অক্সিজেন সেবা ভোগ করতে পারবেন এবং শহরের প্রয়োজনে বর্তমানের চেয়েও কার্যক্রম দ্বিগুন প্রসারিত করার প্রস্তুতি আমাদের রয়েছে।
উল্লেখ্য যে, মুক্তাঞ্চল সাহিত্য চর্চা কেন্দ্র, হবিগঞ্জ সংগঠনটির বেশিরভাগ সদস্য স্কুল ও কলেজের শিক্ষার্থী। অল্প বয়সে বৃহৎ কর্মসূচি হাতে নেয়ায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটির ভূয়সী প্রশংসা করেছেন। ইতোপূর্বে শহরের কালীগাছতলা এলাকায় দেয়াল লিখা সহ বই পড়া ও সাহিত্য চর্চা বিষয়ক মুক্তাঞ্চলের বিভিন্ন কর্মসূচী হবিগঞ্জের সাহিত্য ও সাংস্কৃতিক মহলে প্রশংসীত হয়েছে।
মুক্তাঞ্চল অক্সিজেন সিলিন্ডার ব্যাংক এর হটলাইন নাম্বারঃ ০১৭০৪৯০৭১৪৭, ০১৫২১৫৬৩২৫১, ০১৭৩২২৮৮৭০৬, ০১৭৫২০৯৪৯৩১