লন্ডনে সোনালী অতীত ইউকে’র আয়োজনে গ্রেটার সিলেট উপজেলা কাপ ২০২১ সম্পন্ন হয়েছে। লন্ডনের ম্যাবলি গ্রীন এস্ট্রো ভেন্যুতে গতকাল ২৯ আগস্ট দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনাড়ম্বর এ আয়োজনে সিলেট বিভাগের চার জেলার ১৬টি উপজেলা ফুটবল টিম অংশগ্রহণ করে। দিনশেষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরের ফাইনালে মুখোমুখি হয় সিলেট সদর উপজেলা বনাম ছাতক উপজেলা।
ফাইনাল পর্বে শক্তিশালী এ দুই দলের খেলা ড্র হলে ট্রাইবেকারের মাধ্যমে সিলেট সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন টাওয়ার হ্যামলেটস'র স্পিকার আহবাব হোসেন।
এদিকে এ আসরকে ঘিরে ম্যাবলি গ্রীন এস্ট্রো ভেন্যুটি এক মহা মিলনমেলায় রূপ লাভ করে। আগত দর্শকগণ খেলা উপভোগ পাশাপাশি একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ-সহ আনন্দ ভাগাভাগি করে নেন।
আসরের গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দলের স্পন্সরকারক আতিকুর রহমান জানান, ভেন্যুটি মহামিলন মেলায় পরিণত হয়েছিলো। আমরা সবাই আনন্দ উপভোগ করেছি। তিনি আয়োজক ও দর্শকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নিজের দল গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল ভবিষ্যতে আরোও ভালো রেজাল্ট করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
খবর বিভাগঃ
প্রবাসের খবর