Tuesday, 31 August 2021

সিলেটে ফেসবুক আইডি হ্যাক করে নারীকে ব্ল্যাকমেইলের চেষ্টা




নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে ফেসবুক আইডি হ্যাক করে এক নারীকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে অজ্ঞাত হ্যাকাররা।


ওই নারীর ব্যক্তিগত ছবির সাথে অশ্লীল ছবি জুড়ে দিয়ে একের পর এক পোস্ট করছে হ্যাকাররা। এ ঘটনায় বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নারী।

উপজেলার বিশ্বনাথেরগাঁও গ্রামের কাতার প্রবাসী জোনাব আলীর স্ত্রী সাফিয়া বেগম সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, ‘Alamin bapasha ও Samina akther’ নামীয় দুটি ফেসবুক আইডি ব্যবহার করতেন তিনি। গেল ৫-৬ দিন থেকে তার এই দুটি আইডি হ্যাক করে তাকে ফাঁদে ফেলার চেষ্টা চালায় অজ্ঞাত ব্যক্তিরা।


তিনি ও তার আত্মীয়দের ছবি ব্যবহার করে একাধিক অশ্লীল পোস্টও দেয় তারা। এতে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছেন বলে জানিয়েছেন ওই নারী।

এ বিষয়ে কথা হলে জিডির তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই অমিত সিংহ বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

শেয়ার করুন