Sunday, 8 August 2021

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসিতে ভূষিত বিয়ানীবাজারের সন্তান শেখ নাজিম



সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কারে ভূষিত হয়েছেন ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন। 

শেখ নাজিম উদ্দিনের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মাটিকাটা গ্রামে।


শনিবার (৭ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় পুলিশের এ কর্মকর্তার সম্মাননা ক্রেস্ট তুলে দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান।
 
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, শেখ নাজিম উদ্দিন ২০১৯ সালে ছাতক থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তথ্যসূত্রঃ বিয়ানীবাজার নিউজ২৪

শেয়ার করুন