জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগের উদ্যোগে কোভিড পীড়িত অসহায় দরিদ্রদের মধ্যে উপহার (খাদ্য) সামগ্রী বিতরন করা হয়েছে।
১৫ আগস্ট রবিবার দুপুরে বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে সিলেট নগরীর সাগরদিঘীর পাড়স্হ ব্যাংকের অফিসার্স কোয়ার্টার প্রাঙনে আয়োজিত উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া অফিস, সিলেট এর উপমহাব্যবস্থাপক সন্দীপ কুমার রায়।
অন্যান্যদের মধো উপস্থিত ছিলেন সিলেট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাহাদত হোসেন সরকার, ফরেন এক্সেঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুল আলম, জালালাবাদ শাখার ব্যবস্থাপক মাধব রাম পাল,বিভাগীয় কার্যালয়ের এসপিও শুভাশীষ চক্রবর্তী, শেখঘাট শাখার ব্যবস্থাপক তানভীর আহমদ শাকিল,স্টেশন রোড শাখার ব্যবস্থাপক আব্দুল মতিন,তাজপুর শাখার ব্যবস্থাপক দিপংকর দেব,বিভাগীয় কার্যালয়ের এসপিও মো আব্দুর রহমান,পিও রাজিব কুমার মিত্র,এরিয়া অফিসের পিও রাজিব কান্তি পাল,এসও মোঃ মঞ্জুর আল হাসান,বিভাগীয় কার্যালয়ের এসও মোঃ জিয়াউর রহমান, বঙ্গবন্ধু পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক ও সিলেট কর্পোরেট শাখার এসও রুহুল আলম,ফরেন এক্সচেঞ্জ শাখার সিনিয়র অফিসার ফজলুর রহমান,স্বাধীনতা অফিসার্স পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা শামীম রশীদ চৌধূরী ,জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল ও ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগন।
এ সময় সিলেট ও পার্শ্ববর্তী এলাকার অসহায়,দরিদ্রদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।