লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সভাপতি ও হযরত আবুদৌলত শাহজাকারিয়া র. মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পীর ফয়জুল হক এর মমতাময়ী মা বিশিষ্ট শিক্ষানুরাগী সানোয়ারা খানম চৌধুরীর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে হযরত আবুদৌলত শাহজাকারিয়া (র.) মডেল মাদরাসা মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সিদ্দিকীর পরিচালনায় দোয়া মাহফিলে বিদূষী মহিলা সানোয়ারা খানম চৌধুরীর মাগফিরাত কামনাসহ তাহাকে যেন মহান রাব্বুল আলামীন জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন এই কামনা করে বিশেষ দোয়া করা হয়।