ছাতক উপজেলাধীন ছৈলা আফজালাবাদ ইউনিয়নের বড় পলির গাঁওয়ের বাসিন্দা বৃদ্ধ মকরম আলী। স্বহায়-সম্বলহীন মকরম আলী হাওরের মাঝখানে ছোট্ট একটি ঝুপড়ি ঘরে বসবাস করেন। নেই রাস্তা,বিদ্যুৎ কিংবা খাবার পানির ব্যবস্থা। স্থানীয় জনপ্রতিনিধির কাছে বার বার আকুতি করেও পাননি একটি টিউবওয়েল। তাই বাধ্য হয়েই নোংরা ডোবার পানিই হয়ে ওঠে একমাত্র অবলম্বন।
এমন অসহায়ত্বের ভিডিও ফেসবুকে আসার পর দয়ামীর ইউনিয়নের তরুণ উদীয়মান সোস্যাল একটিভিস্ট আহমেদ কবির আদনান ও এসএসসি ২০১০/ এইচএসসি ২০১২ সিলেট ডিভিশন প্লাটিনাম গ্রুপের এডমিন সামছুল আলম, গোলাম মুস্তফা রনি, তরুণ কৃষি উদ্যোক্তা তাহের চৌধুরীর উদ্যোগে এগিয়ে আসে এক ঝাঁক তরুণ-তরুণী। তাদের অক্লান্ত পরিশ্রম আর অদম্য মনোবলে বৃদ্ধ মকরম আলীর বাড়িতে এখন স্থাপন হচ্ছে টিউবওয়েল।
বৃদ্ধ মকরম আলী এ বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যান। তিনি আদনান, সামছুল,তাহের ও রনি সহ এসএসসি ২০১০/এইচএসসি ২০১২ সিলেট ডিভিশন প্লাটিনাম গ্রুপের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এক ঝাঁক স্বপ্নচারী তরুণদের জন্য মহান রাব্বুল আল-আমীনের দরবারে দোয়া করেন।