Monday, 30 August 2021

গোলাপগঞ্জে ১৬টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী পুলিশের খাঁচায়



গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ১৬টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: মুজিবুর রহমান(৪৫)কে ওসমানীনগর থানার বুরুঙ্গা বাজার এলাকা  থেকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আটক মুজিবুর রহমান উপজেলার বাঘা ইউপির গোলাপনগর গ্রামের মৃত আব্দুছ ছবুর ঝরাই মিয়ার ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে ওসমানীনগর থানাধীন বুরুঙ্গা বাজার এলাকা কে মো: মুজিবুর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে ১৬টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে থানা এলাকার বাইরে থাকায় এবং ঘনঘন অবস্থান পরিবর্তন করে পুলিশে চোখে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। অবশেষে পুলিশ তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে ওসমানী নগর থানা এলাকা থেকে তাকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে। 


এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন