Thursday, 5 August 2021

৭ আগস্ট গণটিকাঃ বিয়ানীবাজার উপজেলার যে ৩৩টি বুথে দেয়া হবে ভ্যাকসিন



করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে শুরু হচ্ছে গণহারে টিকাদান কর্মসূচী। এ কর্মসূচির আওতায় আগামীকাল (৭ আগস্ট) সারাদেশে একযোগে চলবে টিকাদান ক্যাম্পেইন। এদিন প্রত্যেক পৌরসভা ও ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডে প্রত্যেকটিতে ২০০জন করে মোট ৬০০ জনকে করোনার টিকা দেয়া হবে।

তবে গণটিকাদান ক্যাম্পেইনের আওতায় আপাতত শুধু ০৭ আগস্ট (এক দিন) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাত দিন বন্ধ থাকার পর ১৪ আগস্ট থেকে এ ক্যাম্পেইন আবার চালু হবে। এরপর পর্যায়ক্রমে ইউনিয়ন ও পৌরসভার অন্যান্য ওয়ার্ডগুলোতেও এ ম্পেক্যাইন চলমান থাকবে।


৭ আগস্ট টিকা দেয়ার লক্ষে নির্ধারিত ফরমে প্রতি ওয়ার্ড হতে মুক্তিযোদ্ধা, বয়স্ক নারী-পুরুষ ও প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার দিয়ে ২০০ জনের নামের তালিকা তৈরি করবেন মেম্বার ও কাউন্সিলরবৃন্দ। তারপর নির্ধারিত তারিখে নাম তালিকাভুক্তদের করোনার টিকা দেয়া হবে।

এ লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩৩টি টিকাকেন্দ্র বা বুথ প্রস্তুত করা হয়েছে। ৭ আগস্ট এসব বুথ থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকগণদের করোনার টিকা দেয়া হবে।

বিয়ানীবাজার উপজেলার ৩৩টি টিকাকেন্দ্রের নামঃ

বিয়ানীবাজার পৌরসভাঃ বিয়ানীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দারা শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২নং ওয়ার্ডের বাসিন্দারা কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম ভবনে এবং ৩নং ওয়ার্ডের বাসিন্দারা কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় ভবন থেকে করোনার টিকা গ্রহণ করবেন।


১নং আলীনগর ইউনিয়নঃ ১নং আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা রজাককুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২নং ওয়ার্ডের বাসিন্দারা খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ৩নং ওয়ার্ডের বাসিন্দারা আলীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

২নং চারখাই ইউনিয়নঃ ২নং চারখাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা চারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২নং ওয়ার্ডের বাসিন্দারা চারখাই উচ্চ বিদ্যালয়ে , ৩নং ওয়ার্ডের বাসিন্দারা পল্লীশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

৩নং দুবাগ ইউনিয়নঃ ৩নং দুবাগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা চরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২নং ওয়ার্ডের বাসিন্দারা পাঞ্জিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা খাড়াভরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

৪নং শেওলা ইউনিয়নঃ ৪নং শেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা বালিঙ্গা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২নং ওয়ার্ডের বাসিন্দারা দিঘলবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা শেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

৫নং কুড়ারবাজার ইউনিয়নঃ ৫নং কুড়ারবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা ফাড়িরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে , ২নং ওয়ার্ডের বাসিন্দারা গৌবিন্দ্রশ্রী সিসি, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা দেউলগ্রাম দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।


৭নং মাথিউরা ইউনিয়নঃ ৭নং মাথিউরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা মাথিউরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে,২ নং ওয়ার্ডের বাসিন্দারা পুরুষপাল হাফিজিয়া মাদ্রাসায়, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা দুধবকশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

৮নং তিলপাড়া ইউনিয়নঃ ৮নং তিলপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা তিলপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,২ নং ওয়ার্ডের বাসিন্দারা মাটিজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা দেবারাাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

৯নং মোল্লাপুর ইউনিয়নঃ ৯নং মোল্লাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা লাসাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,২ নং ওয়ার্ডের বাসিন্দারা নিন্দপুর মক্তবয়ে,৩নং ওয়ার্ডের বাসিন্দারা কটুখালিপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

১০নং মুড়িয়া ইউনিয়নঃ ১০নং মুড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা বড়দেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,২ নং ওয়ার্ডের বাসিন্দারা ঘুঙ্গাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

১১নং লাউতা ইউনিয়নঃ ১১নং লাউতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দারা বাহাদুরপুর রহমানিয়া দাখিল মাদ্রাসায়, ২ নং ওয়ার্ডের বাসিন্দারা নন্দিরফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৩নং ওয়ার্ডের বাসিন্দারা টিকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে করোনার টিকা গ্রহণ করবেন।

শেয়ার করুন