স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। বার্সেলোনা তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি আর থাকছেন না বার্সায়।
সেই ২০০৩ সালে ক্লাবের বয়সভিত্তিক দলের হয়ে মাঠে নামা। এরপর মেসি আর বার্সেলোনা, গত দেড় দশকে হয়ে উঠেছিলেন এক অপরের পরিপূরক। গত মৌসুমে একবার ছাড়ার কথা উঠলেও অনেক জল্পনা-কল্পনা শেষে প্রিয় ক্লাবেই থেকে যান তিনি। কিন্তু এবার আর তেমনটা হচ্ছে না। বার্সেলোনাকে বিদায় জানাতেই হচ্ছে লিওকে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে ফুটবল ক্লাব বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, বার্সা ও মেসি দুই পক্ষই চুক্তি সম্পাদনের ব্যাপারে তাদের ইচ্ছার কথা প্রকাশ করলেও আর্থিক ও কাঠামোগত কিছু প্রতিবন্ধকতার কারণে তা আর সম্ভব হচ্ছে না।