তালেবানর কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর শত শত মানুষ আফগানিস্তান ছাড়ার জন্য হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছেন।
এতে বিমানবন্দরে প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দেয়ার খবর পাওয়া গেছে। এমনকি সেখানে গোলাগুলি ও হতাহতেরও খবর পাওয়া যাচ্ছে।
শহর থেকে কর্মীদের সরিয়ে নিতে থাকা যুক্তরাষ্ট্রের সেনারা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। সোমবার সকালের দিকে ভিড় সরাতে তারা আকাশে ফাঁকা গুলি করেছে বলেও খবর পাওয়া যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে গুলিতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।
তবে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হতাহতের সংখ্যা আরও বেশি। একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, তিনি পাঁচজন ব্যক্তির মৃতদেহ একটি গাড়ি করে নিয়ে যেতে দেখেছেন। আরেকজন বলেছেন, হতাহতরা গুলিতে নাকি ভিড়ে পদদলিত হয়ে মারা গেছেন, তা তিনি নিশ্চিত নন।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
খবর বিভাগঃ
আন্তর্জাতিক